কলমাকান্দায় ইউএনও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেমের বদলি বাতিলের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাল্যবিবাহ প্রতিরোধে টিম ‘অপরাজিতা’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন টিম অপরাজিতার পরিচালক নাজমুল হক, সদস্য প্রিয়া আক্তার, সুবর্ণা খাতুন, অনিমা সুলতানা, সুমিত্রা দাস, রোকসানা আক্তার, কৃষ্ণা দাস, তামান্না আক্তার, তানিয়া আক্তার, শাকিল, মুকশেদ, রিফাত, সুজিতা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কলমাকান্দার ইউএনও মো. আবুল হাসেমের মানবিক কার্যাবলী ও কর্মদক্ষতায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যে মুগ্ধ হয়েছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই বাল্যবিবাহ প্রতিরোধে টিম ‘অপরাজিতা’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগ গ্রহণ করে সফল একটি সংগঠনে রূপ দিয়েছেন। কিন্তু আকস্মিকভাবে তার বদলি উপজেলাবাসীকে ব্যাকুল করে তুলেছে। তাই দক্ষ ইউএনও’র আকস্মিক বদলি বাতিলের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তারা।
কলমাকান্দা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও টিম অপরাজিতার পরিচালক নাজমুল হক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে টিম ‘অপরাজিতা’ কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের হাত ধরে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। আকস্মিকভাকে তাকে বদলি করায় টিম ‘অপরাজিতা’ সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে। ইতিমধ্যে ইউএনও মহোদয়ের সহযোগিতায় আমরা ৩৬টি বাল্যবিয়ে বন্ধ করেছি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কর্তব্যনিষ্ঠার এই কর্মকর্তার বদলি বাতিলের দাবি জানাই।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।