কলমাকান্দায় বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষানুরাগী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, যুগান্তর প্রতিনিধি প্রান্ত সাহা বিভাস, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহ, সহসভাপতি প্রভাষক রাজন সাহা রুপন, প্রশান্ত কুমার সাহা, সমকাল প্রতিনিধি শেখ শামীম, কালের কণ্ঠের প্রতিনিধি মো. কামাল পাশা, ভোরের ডাক প্রতিনিধি কাজল তালুকদার, আমার সংবাদ প্রতিনিধি কবিরঞ্জন সাহা, স্বজন মো. মাহতাব উদ্দিন মোহসিন, অণির্বান রায়, সৈকত মিয়া, সুব্রত সাহা মিঠু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার বলেন, যুগান্তর পত্রিকাটি শুরু থেকেই সাহসীকতার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। আমি শুরু থেকেই যুগান্তরের একজন পাঠক। দেশে-বিদেশে, এমনকি প্রত্যন্ত গ্রামগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ এই পত্রিকাটিতে পাওয়া যায়। তাছাড়া যুগান্তর স্বজন সমাবেশ নামে যে সংগঠন এটি কলমাকান্দা উপজেলায় বেশ সারা ফেলেছে। তারা শুধু যুগান্তরের জন্মদিনই পালন করে না। তারা সমাজে পিচিয়ে পড়া মানুষের কথা ভাবে। বিভিন্ন দুর্যোগেও তারা মানুষের পাশে থাকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। সেজন্যে যুগান্তরের পাশাপাশি স্বজন সমাবেশকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।