কলমাকান্দায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রæয়ারি) বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আটটি ইউনিয়নে এই ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উলামা লীগ, তরুণ লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ ইউনিয়ন পর্যায়ে আয়োজিত এই ‘শান্তি সমাবেশে’ অংশগ্রহণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।