
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রæয়ারি) বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আটটি ইউনিয়নে এই ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উলামা লীগ, তরুণ লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ ইউনিয়ন পর্যায়ে আয়োজিত এই ‘শান্তি সমাবেশে’ অংশগ্রহণ করেন।