
বিশেষ প্রতিনিধি: হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প আওতায় মুরগী পালন প্যাকেজের নির্বাচিত সুফল ভোগীদের মধ্যে মুরগী বিতরণ করা হয়। বুধবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কার্যক্রম করেছে।
জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী, মৌগাতী, মেদনী, রৌহা, সিংহের বাংলা, ঠাকুরাকোণা (ছয়টি) ইউনিয়নের বিভিন্ন গ্রামের অস্বচ্ছল ৩৫০ পরিবারের মাঝে দেশী-বিদেশী স্বমন্বয়ে সোনালী ফাউমী জাতের ১৩টি মুরগী ও ৩টি মোরগ মোট ১৫টি করে বিতরণ করেছে। সেই সঙ্গে বিনামূল্যে ঔষধ দেয়া হয়েছে। ঔষধের মধ্যে রয়েছে পশু-পাখীর খাবার স্যালাইন, ভিটামিন, কৃমিনাশক ঔষধ।
দুই কিস্তিতে ৩৫০পরিবারের মাঝে ৫২৫০টি মোরগ-মুরগী বিতরণ করা হবে। গতকাল বুধবার সকালে প্রথম কিস্তিতে ১৫টি পরিবারের মাঝে ১৫টি করে ২২৫টি মোরগ-মুরগী বিতরণ করা হয়েছে। আগামী রোববার সকালে ৩৩৫টি পরিবারের মাঝে ৫০২৫টি মোরগ-মুরগী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: লায়লা ইয়াসমিন, সদর উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারি সার্জন ডা: নুসরাত জাহান মুনা, ভেটেরিনারি ফিল্ড অফিসার অয়ন দত্ত মজুমদার প্রমুখ।