
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় মঙ্গলবার রাতে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ১৬৫৫০টাকা উদ্ধার করা হয়েছে। পরে বুধবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, মঙ্গলবার রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের জগন্নাথপুর এলাকার সোহরার উদ্দিনের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মাজহারুল ইসলাম (২৪), নাছির উদ্দিন (৪৯), রহিছ উদ্দিন (৩৯), তাজুল ইসলাম (৪৯), তাইজ উদ্দিন (৪৭), মানিক মিয়া (২৫), কামাল উদ্দিন ভ‚ইয়া (৫৩), আব্দুর রশিদ (৪৩), শহিদ মিয়া (৩৮), নাজমুল হক (২৬), সাজ্জাত হোসেন (৪৩), রাহাদ উল্লাহ (২০) তারা সবাই উপজেলার লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক জগন্নাথপুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তিন বোতল ভারতীয় মদসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। পরে বুধবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়।