
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে প্রথমবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শহরের রাজুর বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শুভ্র চন্দন মহলীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিশ^বিদ্যালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক যতীন সরকার বলেন, ‘বাংলা ভাষাকে গর্ভধারিনী মায়ের সাথে তুলনা করতে হবে এবং বাংলা ভাষার মর্যাদা শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে। আগামীর বাংলাদেশের যুগোপযোগী মানুষ হিসেবে শিক্ষার্থীদের তৈরি হতে হবে।’