
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতা হয়।
পরে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ইউনিসেফের প্রতিনিধি নিপেন্দ্র চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরে আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমূখ।