নেত্রকোণায় পরিবেশ কর্মীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান-এর ওপর চট্টগ্রামে হামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় বেলা’র নেটওয়ার্ক মেম্বার ও পরিবেশবাদী কর্মীদের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে সাংবাদিক দিলওয়ার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাংবাদিক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, ভজন দাস, পরিবেশকর্মী নাজমুল কবীর সরকার, আলতাবুর রহমান কাসেম, পল্লব চক্রবর্তী, রোকসানা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের কাউন্সিলর জসিমের লোকজন ওই এলাকার পাহাড়ের মাটি কেটে বিক্রি সহ দখলের প্রতিবাদে গত ২৬ জানুয়ারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থল পরিদর্শনে যান। তার অবস্থানের খবর জানতে পেরে কাউন্সিলর জসিমের লোকজন সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর অতর্কিত হামলা চালায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।