
বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেছেন, মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, জঙ্গিবাদ রোধ করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এলাকায় মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, জঙ্গিবাদ, জমি সংক্রান্ত বিরোধ বন্ধ করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। যে কোন অপরাধের বিরুদ্ধে পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) বেলা ১২ টার দিকে সদর উপজেলার হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয় ও লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, জমি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আগামী ৮ তারিখ হতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হবে। জেলায় ৮৬ জন কনস্টেবল নিয়োগ পাবে। সরকারি ফি ১০৩ টাকায় পাওয়া যাবে পুলিশের চাকরি। এসময় তিনি কারো সাথে কোন আর্থিক লেনদেনে না জড়াতে সতর্ক করেন।
হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ এম এ খালেক আকন্দের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন), বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লক্ষীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজহারুল হক প্রমুখ।