নেত্রকোণায় জেলা বিএনপির প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি. আগামী ৪ ফেব্রুয়ারী ১০ দফা দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোণায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের হাসপাতাল রোডস্থ জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (ময়মনসিংহ বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, মহিলা দলের সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা পলমল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল ও চলমান আন্দোলনকে বেগবান করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।