
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি’ ৯৩ ব্যাচের বন্ধু মেলা অনুষ্ঠিত হয়। বন্ধু মেলা উদযাপন পরিষদ শুক্রবার জেলা শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিনব্যাপী অনুষ্ঠানে পরিচিতি সভা, কবিতা আবৃতি, সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়াও মেলায় কবি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক আলী হাসান রোপন, ডা. আলী হাসান, ডা. আবদুল্লাহ আল মামুনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালায় ছিলেন সারোয়ার খান পাঠান। স্বাস্থ্য সেবায় ছিলেন ডা. এম এ হালিম খান। বন্ধু মেলা মিলন মেলায় পরিণত হয়। জেলার ১০ উপজেলার ৯৩’ ব্যাচের প্রায় সকল সহপাঠীরা যোগদান করেন। পুনর্মিলনীতে ছিলো বাঁধভাঙ্গা জোয়ার।
দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গানের তালে তালে মাতোয়ারা, প্রিতিভোজ, গল্পগুজব, স্কুলজীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান জীবনের বাস্তবতা মিলিয়ে দিনব্যাপী চলে প্রাণবন্ত আড্ডা।