কলমাকান্দায় আইএফআইসি ব্যাংকের পিঠা উৎসব অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা মোড় সুমিতা হোমের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক লিমিটেড কলমাকান্দা উপ-শাখার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই পিঠা উৎসবে আগত গ্রাহকদের ব্যাংকিং সেবা সঠিকভাবে প্রদান এবং সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠান শুরু হয়। শীতকালীন এ পিঠা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ কুমার দাস, কলমাকান্দা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. মাজহারুল আলম, আইএফআইসি ব্যাংকের নেত্রকোনা শাখার ব্যবস্থাপক কাওসার সুমন, মার্কেটিং এন্ড সেলস্ অফিসার আতিকুর রহমান, কলমাকান্দা শাখার অফিসার ইনচার্জ সায়েদা মমি আক্তার, অফিসার ক্যাশ তুষার দেব বর্মন, ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম মোস্তফা প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।