কলমাকান্দায় আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার,সহকারি প্রধান শিক্ষক চন্দনা তালুকদার, আইএফআইসি ব্যাংক কলমাকান্দা উপশাখার অফিসার ইনচার্জ সায়েদা মমি আক্তার, ট্রেইনি অফিসার হৃদয় হোসাইন, সাংবাদিক প্রান্ত সাহা বিভাস ও শেখ শামীম প্রমুখ।
অফিসার ইনচাজ সায়েদা মমি আক্তার জানান, সারা দেশে ১ হাজার ৩০০ শাখা-উপশাখায় বৃক্ষরোপন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ২০টি বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরো ৩০টি গাছের চারা রোপন করা হবে বলেও তিনি জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।