প্রান্ত সাহা বিভাস, কলমাকান্দা থেকে: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম প্রশাসনিক কাজের ফাঁকে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নেন। তার এই উদ্যোগকে শিক্ষার্থীর অভিভাবকরা ইতোমধ্যে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের বাহাদুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একটি ক্লাস নেন তিনি।
বাহাদুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী সাহা যুগান্তরকে বলেন, ইউএনও স্যারের পরিদর্শনে আসা মানে বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান আরও বৃদ্ধি পাওয়া। স্যারের ক্লাসে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত। ওনার ক্লাস নেওয়ার ধরণটা খুবই চমৎকার। তিনি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন।
পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক মো. ইদ্রিস আলী বলেন, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে জবাবদিহিতা এবং শৃঙ্খলা আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, কাজের অংশ হিসেবে প্রায় সময়ই উপজেলার কোনো না কোনো ইউনিয়নে যেতে হয়। সময় সুযোগ পেলেই আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের ক্লাস নিই, বিভিন্ন বিষয়ে আলোচনা করি। তাছাড়া এসব কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও স্বদেশপ্রেম এসব নিয়ে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চালাই।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।