
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও কর্ম সংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত সেমিনারে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সহকারি কমিশনার কে এম রাফসান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন। বিষয় বস্তুর উপর নিবন্ধ পাঠ করেন জনশক্তি কর্ম সংস্থান এর সহকারি পরিচালক লিটন কান্তি চৌধুরী। আলোচনা করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পল্লব চক্রবর্তী এবং আলপনা বেগম প্রমুখ।