
বিশেষ প্রতিনিধি: জেলার পূর্বধলা উপজেলায় চাঞ্চল্যকর শিশু হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ ।
পুলিশ জানায়,গত ১৬ জানুয়ারী পারিবারিক বিরোধের জের ধরে পূর্বধলা থানার ছোছাউড়া গ্রামের শিশু শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ (৬) কে হত্যা করা হয়। পরে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত শুরু করে শিশুটির হত্যাকারীকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। ঘটনার দায় ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামি বাবুল মিয়া। মূলত পারিবারিক বিষয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানানো হয়। বুধবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেসকন্ফারেন্স এর মাধ্যমে নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, পূর্বধলার শিশু হত্যার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উন্মোচন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।