দুর্গাপুরে উপ নির্বাচনে আব্দুস সালাম মেয়র নির্বাচিত

বিশেষ প্রতিনিধি. নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, দুর্গাপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার প্রথম বারের মতো দুর্গাপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায়।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম ৬,৩০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিক নিয়ে শুভেন্দু সরকার পিন্টু পেয়েছেন ২,৭৩০ ভোট এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবদুল মান্নান হাত পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ১,১৬৭ ভোট।
বেসরকারিভাবে নির্বাচিত হন। ওইদিন সন্ধ্যায় নির্বাচনে ভোট গণনা শেষে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, বিগত ২০২২ সালের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল অসুস্থতা জনিত কারণে মৃত্যবরণ করায় শূন্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।