
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় শনিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্ট’ পরিচালনা বিষয়ক ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কবির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সৌমিত্র শেখর, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, শামীম খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব মো: আমিরুল ইসলাম, পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো: মঞ্জুরুল আলম।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার প্রমুখ।