নেত্রকোণায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪১তম পূর্তি উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ‘সত্য-সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা’ এই পতিপাদ্যে নেত্রকোণায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪১ তম পূর্তি উৎসব।

এ উপলক্ষে জেলা শহরের উকিলপাড়ায় শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিবসের সূচনা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

দু’দিনব্যাপী অন্ষ্ঠুানের উদ্বোধন করেন সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, শিখরের সভাপতি আ.ফ.ম রফিকুল ইসলাম আপেল, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার, সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায় প্রমুখ।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক ভজন দাস জানান, দুইদিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্টান, স্মৃতিচারণসহ নানা আয়োজন।

শনিবার বিকেলে শহরের উকিল পাড়া এলাকায় প্রত্যাশা ভবনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, সাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত¦ মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।

পরে কবিয়াল মদন মোহন আচার্য (মরনোত্তর) ও কবি মনোয়ার সুলতানকে গুণিজন সংব্বর্ধনা দেওয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।