
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধের সংগঠক আব্দুল ওয়াহেদ মাষ্টারের প্রথম মৃত্যুবাষিকী আজ। দিবসটি উপলক্ষে মরহুমের নিজবাড়িতে বৃহষ্পতিবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুল ওয়াহেদ মাষ্টার মুক্তিযোদ্ধের সময় মুক্তিযোদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বারহাট্টার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর বড় ছেলে ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। মেঝো ছেলে ফারুক আহমেদ সিদ্দিকী স্থানীয় ফকিরের বাজারে হোমিও ওষুধের দোকান পরিচালনা করেন। ছোট্ট ছেলে মোহাম্মদ ইউসুফ আহমেদ গাজীপুরের গণপূর্ত এ কর্মরত আছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে রূহের মাগফেরাত কামনা করেছেন।