বারহাট্টায় পরিকল্পনা কমিশনের সদস্যের উন্নয়ন বিষয়ক মতবিনিময়

সোহেল খান দূর্জয়: নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সুধীজন ও রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সাথে বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক।

বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টুর পরিচালনায় ও বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম,বারহাট্টা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা,আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু,চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিম উদ্দিন, আসমত আলী মোল্লা,সাহতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিব আহমেদ, টুপুর জোয়াদ্দার প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন,বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (এইচ ডিজি) মীর মোর্শেদ রানা, নেত্রকোণা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি রিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক বলেন, বারহাট্টা উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে বড় পরিকল্পনা থেকে ছোট ছোট পরিকল্পনার দিকে নজর দেওয়া হচ্ছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে বিভিন্ন পরিকল্পনা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।