বিজিবি-কে স্মার্ট সার্ভেইল্যান্স এর আওতায় আনা হচ্ছে-বিজিবি’র মহাপরিচালক

বিশেষ প্রতিনিধি: দেশের প্রতিটি সীমান্ত সুরক্ষিত রাখতে ও চোরাচালান বন্ধ করতে বিজিবি’র প্রতিটি কোম্পানিকে স্মার্ট সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় আনা হচ্ছে। স্মার্ট সার্ভেইল্যান্স এর মাধ্যমে মনিটরে বসে সীমান্ত পর্যবেক্ষণ করা হবে। বিজিবি সব সময় দেশের সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। ভবিষ্যতেও বাহিনীটি একইভাবে কাজ করে যাবে। পাশাপাশি সীমান্তের চোরাচালান বন্ধে বিজিবি’র সদস্যরা নিরলসভাবে কাজে করে যাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। শনিবার বিকেলে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আয়োজনে শীর্তাত ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা, ঢাকা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, উপ-মহাপরিচালক ও ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, ও নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, বর্ডার সিকিউরিটি ব্যুরো (বিএসবি) এর পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় লোকজন উপস্থি ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।