জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষির্কীতে নেত্রকোণায় র‌্যালী ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষির্কীতে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল তিনটার দিকে শহরের কাটলী কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্নান খান আরজু’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি গোলাম রব্বানী, জেলা কমিটির সহ-সভাপতি আলী উসমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন বাচ্ছু, কেন্দীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন শান্ত, জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক ইয়ার খান, জেলা কৃষক পাটির আহবায়ক আসমা আশরাফ, সদস্য সচিব আবুল কাশেম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কেরামত আলী, সবুজ মিয়া, সদর উপজেলার আহবায়ক আতিকুর রহমান আতিক সহ বিভিন্ন উপজেলা ও সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।