
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের নাম ভাঙিয়ে লেংগুরার গণেশ^রী নদী থেকে বালু ও পাথর তুলে অন্যত্র বিক্রি করছিল একটি চক্র। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই খননযন্ত্রটি পুড়িয়ে দেন।
পাশাপাশি এ কাজের সাথে জড়িত থাকার অপরাধে মোক্তার হোসেন, নাজমুল ও আজিজুল নামের তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও মো. আবুল হাসেম জানান, উপজেলার লেংগুরা ইউনিয়নের বেলতলী এলাকায় একটি খননযন্ত্র বসিয়ে আশ্রয়ণ প্রকল্পের নাম ভাঙিয়ে বালু ও পাথর উত্তোলন করছিল একটি অসাধু ব্যবসায়ী। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই খননযন্ত্রটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মোক্তার হোসেন, নাজমুল ও আজিজুল নামের তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।