
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিজিজি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন) প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।