কলমাকান্দায় কৃষকের আড়াই হাজার চাল কুমডার গাছ কাটল দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় রাতের আঁধারে এক কৃষকের ২ হাজার ৫০০ চাল কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই কৃষকের নাম মন্তোষ সরকার (৪২)। তিনি ওই এলাকার মনোরঞ্জন সরকারের ছেলে। এ নিয়ে শুক্রবার বিকেলে মন্তোষ সরকার প্রতিবেশী এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
মন্তোষ সরকার জানান, তিনি ধারদেনা করে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে দেড় একর জমিতে চাল কুমড়ার চাষ করেন। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে তিনটার মধ্যে যেকোন এক সময় তার রোপনকৃত ২ হাজার ৫০০টি চাল কুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মন্তোষের দাবি প্রতিবেশী কাঁচাধনসহ তার লোকজন শত্রুতা করে এই ক্ষতি করেছেন। মন্তোষ বলেন, কাঁচাধন বেশ কিছুদিন ধরে ধরেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ বিষয়ে শুক্রবার বিকেলে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি ধারদেনা করে এই কুমড়ো ক্ষেতটি করেছি। গাছগুলো কেটে ফেলায় এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।

এ বিষয়ে জানতে কাঁচাধন সরকারের মুঠোফোনে ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

কলমাকান্দা থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, কৃষক মন্তোষ সরকারের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।