
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় সমাজের ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন পরিকল্পনা সামনে রেখে সম্মিলিত ভাবে জেলা ফোরাম গঠন করেছে ভলেন্টিয়ারি সার্ভিস ওভারসীস (ভিএসও) ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। গত মঙ্গলবার নেত্রকোণা পৌর শহরের নাগরা এলাকায় অবস্থিত দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র’র এরিয়া অফিসে জেলার ১০ উপজেলার মোট ৪০ জন ইয়ুথ প্রতিনিধির অংশগ্রহণে এই ফোরাম গঠন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ইয়ুথ প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে তন্বী আক্তার’কে সভাপতি ও আব্দুল্লাহ আল আমিন’কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক অফিসার মিলন চন্দ্র সরকারের পরিচালনায় সেচ্ছাসেবা বিষয়ক তিন ঘন্টার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচক হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ারি সার্ভিস ওভারসীস এর ইয়ুথ এনগেজমেন্ট অফিসার নাহিদা সুলতানা দিপা ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা ও ইয়ুথ ফোকাল পারসন তফাজ্জল হোসাইন।
শেষে নবগঠিত ইয়ুথ ফোরাম সমাজ উন্নয়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন, বিভিন্ন অপরাধ দূরীকরণ, বাল্যবিবাহ বন্ধ, পরিবার পরিকল্পনা, নিরাপদ সড়ক নিশ্চিত, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, বিনামূল্যে শিক্ষাদান, কৃষকদের পরামর্শ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা করে।