
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা মডেল থানা পুলিশের সহায়তায় রাজশাহীর হারোনো শিশু সাগরকে (৯) শনিবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ৯ বছরের শিশু মো. সাগর ইসলাম। সে রাজশাহীর চারঘাট থানার বরকতপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। অভিভাবকদের বকুনিতে অভিমান করে গত ১৮ ডিসেম্বর সাগর বাড়ির কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যায়। রাজশাহী স্টেশন থেকে ঢাকা বিমান বন্দর রেল স্টেশন, সেখান থেকে চলে আসে নেত্রকোণা রেল স্টেশন। নেত্রকোণা রেল স্টেশনে এলামেলোভাবে ঘুরতে থাকা সাগরকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করে কয়েকজন স্থানীয় নাগরিক।
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ থানার নারী ও শিশু হেল্প ডেস্ক অফিসার এস.আই রাজিয়া খাতুনকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বললে রাজশাহীর চারঘাট থানায় যোগাযোগ করা হয়। সেখান থেকে সাগরের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে শনিবার নেত্রকোণায় মডেল থানায় এলে সাগরের দাদা মো. ফরমান আলীর কাছে সাগরকে তুলে দেয়া হয়।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, হারানো সন্তানকে মায়ের নিকট পৌঁছে দিতে পেরে আমরাও আনন্দিত।