
বিশেষ প্রতিনিধি: ‘এসো মিলি প্রাণের মেলায়’শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোণায় শুক্রবার থেকে শুরু হওয়া মধুমাছি কচি-কাঁচার মেলার ৬০ বছর পূর্তি উৎসব শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান। পরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবদুল ওয়াহেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের স্থানীয় সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মতিয়র রহমান খান প্রমুখ। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম আবদুর রাজ্জাক, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দিলওয়ারুল হক ভূঁঞা, সদস্য সচিব মারুফ হাসান খান প্রমুখ। উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত অতীত দিনের গল্প-স্মৃতিচারণ, বৃত্তি প্রদান, খেলাধূলা, আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠান হয়।