নেত্রকোণায় জেলা বিএনপির গণমিছিল

বিশেষ প্রতিনিধি: সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, সিঃ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে নেত্রকোণায় বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে জেলা শহরের সার্কিট হাউজের সামনে থেকে জেলা বিএনপি নেতাকর্মীরা এই গণ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরপাড় পুলিশ লাইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।