নেত্রকোণায় মহান বিজয় দিবস উদযাপিত

বিশেষ প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও রাজাকারমুক্ত দেশ গড়ার অঙ্গিকারের মধ্য দিয়ে নেত্রকোণায় বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে শহরের কুড়পাড় এলাকায় কালেক্টরাল প্রাঙ্গণে স্মৃতিসৌধ ও সাতপাই নদীরপাড়ের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা জজ আদালত, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল আটটায় সাতপাই এলাকায় আধুনিক স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক হলে জেলা প্রশাসকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধণা ও আলোচনা সভা হয়। এ সময় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফলী, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান (ভিপি লিটন) প্রমুখ।

দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অন্তত ৪৭ জন পুলিশের বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন তৎকালীন ওয়্যারলেস অপারেটর বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া প্রমুখ। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্নার, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন ও হ্যালো এসপি অ্যাপসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মদ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।