নেত্রকোণায় জেলা আওয়ামীলীগের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির উদ্যোগে রোববার বিকেলে শহরের ছোট বাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সাথে মতবিনিময় করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন)এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায় প্রমুখ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে সমহারে উন্নয়ন করে যাচ্ছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে। আবারো নেত্রকোণার পাঁচটি আসনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোণার যে উন্নয়ন করেছেন তাতে এ অঞ্চলের মানুষ ঋণী হয়ে আছে। আবারো নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য যে, গত ২৯ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন) সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।