নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শনিবার দুপুরে শহরের কাটলি এলাকায় বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘের কার্যালয় প্রাঙ্গণে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার।

আয়োজক সংগঠনের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক, সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনুর বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, ব্রাকের জেলা প্রতিনিধি প্রবাল সাহা প্রমুখ। পরে সাংস্কৃতি অনুষ্ঠান হয়। এর আগে নারী প্রগতির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এ দিকে, মানবাধিকার দিবস উপলক্ষে ওই দিন বিকেলে কাটলি এলাকায় এডাব, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা জোট ও সেরার আয়োজনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সেরার নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমান। বক্তব্য দেন, নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান ননী গোপাল সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, আইনজীবী নজরুল ইসলাম খান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।