
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হলো দুর্গাপুর মুক্ত দিবস। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজনদের উপস্থিতিতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন আল আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি তালুকদার,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আকুন্জি,বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী,এসআই সাদেকুজ্জামান প্রমুখ।