নেত্রকোনায় ১০ মাসে ৭ হাজার ৮৬০ মামলা নিষ্পত্তি

স্টাফ রির্পোটার: নেত্রকোণা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে শনিবার সকাল ১১টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, দূর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শামস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম অনিমা রহমান, সহকারী জজ আব্দুল হান্নান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. প্রজ্ঞা সরকার জিনিথ, আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়কের প্রতিনিধি ডা. টিটু রায়, জেল সুপার মো. আনোয়ারুজ্জামান, বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহম্মদ খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন, কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান, মদন থানার ওসি তাওহিদ হোসেন,বারহাট্রা থানার ওসি লুৎফুল হক, মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম, ওসি ডিবি মো. সাইদুর রহমান, টিআই মৃদুল রঞ্জন দাস, চীফ জুডিসিয়াল আদালতের নাজির মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ বলেন, চলতি বছরের ১লা জানুয়ারী থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মামলার ১৭ হাজার ২৫৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে এবং ৭ হাজার ৮৬০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বর্তমানে আদালতে বিচারাধীন মামলা রয়েছে ৭ হাজার ৩২৪টি। গত বছরের এ সময়ে মামলার সংখ্যা ছিল ১০ হাজার ৮৩৬টি। চলতি বছর মামলা দায়েরের চাইতে নিষ্পত্তির সংখ্যা বের্শী হয়েছে বলেও জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।