দুর্গাপুরের কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন দাপ্তরিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা কৃতি ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সুধী সমাজের ব্যানারে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিতজনরা হলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করা নেত্রকোনার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব -উল-আহসান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, জেলা পুলিশের আগষ্ট অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা মাহমুদা শারমীন নেলী, বিশ্ব জনসংখ্যা দিবস এ বিভাগ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিদর্শিকা ছবি রাণী চক্রবর্তী এবং করোনা ভাইরাস মোকাবেলা ও আর্তমানবতার সেবায় বিশেষ অবদানে চিকিৎসক এ. এস. এম তানজিরুল ইসলাম রায়হান।

নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সাংবাদিক ওয়ালীহাসান তালুকদার কলি ও সদস্য সচিব প্রভাষক জনপদ চৌধুরীর সঞ্চালনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ হক। এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন সান্যাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এডভোকেট মানেশ সাহা বলেন,এই কৃতি ব্যক্তিদের অর্জন আমাদের উৎসাহিত করে। তাঁরা আরো এগিয়ে যাবেন। তাঁদের সংবর্ধনা দেবার মাধ্যমে আমরা তাঁদের প্রাপ্তিকে উদযাপন করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বপন সান্যাল বলেন,সংবর্ধিতজনদের অভিনন্দন। এখন তাঁদের নাগরিক সেবার দায়িত্ব আরও বেড়ে গেলো। সমাজে এমন মানুষদের মহৎকর্ম আমাদের আলোকিত করে।

নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটির- সদস্য সচিব প্রভাষক জনপদ চৌধুরী বলেন, আমরা দুর্গাপুরের সামাজিক সংগঠনগুলোর সার্বিক সমন্বয়ে নেত্রকোনা জেলায় বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ দুর্গাপুরের কর্মদক্ষ ,প্রশাসনিক ও মানবিক দায়িত্ব পালন করা কৃতি ব্যক্তিদের কর্মোদ্যমকে উৎসাহিত করার চেষ্টা করেছি মাত্র,যাতে আগামীতে অন্যরাও এতে উৎসাহিত হতে পারে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।