নেত্রকোণায় অনূর্ধ্ব-১৫ বালিকা ক্রিকেট প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা ‘শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ বালিকা ক্রিকেট’ খেলোয়ার বাছাই শুরু হয়েছে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পক্ষকাল ব্যাপী এই প্রশিক্ষণ শুক্রবার জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়। জেলা মহিলা ক্রীড়াা সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ মহিলা ক্রিড়াা সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলি, বাংলাদেশ মহিলা ক্রিড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মরিয়ম তারেক, পূরবি মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান কবির সাজু।

পক্ষকালব্যাপী প্রশিক্ষণ পরিচালনার জন্য বাংলাদেশ মহিলা ক্রীড়াা সংস্থার পক্ষ থেকে অর্থ সহায়তা ছাড়াও ক্রীড়া সরঞ্জাম হস্তান্তর করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।