
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া আশ্রয়ণ প্রকল্প, ঠাকুরাকোনা ইউনিয়নের চরপাড়ায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রকল্প এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট বিভাগসহ এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আনিস মাহমুদ, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর ইউএনও মাহমুদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঠাকুরাকোনা ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন ।