আটপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আটপাড়া প্রতিনিধি: “পুলিশ জনতা, জনতাই পুলিশ” “কমিউনিটি পুলিশং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে রেখে শনিবার নেত্রকোণার আটপাড়া থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি দুওজ ইউ.পি চেয়ারম্যান মো: সাইদুল হক তালুকদার, সঞ্চালনা করেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, জেলা পরিষদ সদস্য মো: ছানোয়ার উদ্দিন ছানু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও শুনই ইউ.পি চেয়ারম্যান মো: রোকন-উজ্জামান রোকন, ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান কবীর, মো: শাহজাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মো: ইস্কান্দর আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, আটপাড়া থানার সকল অফিসার ও স্টাফ, সকল ইউ.পি মেম্বার, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ প্রমূখ।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।