কমিউনিটি পুলিশিং ব্যবস্থা পুলিশ-জনতার সেতুবন্ধন-শেফালী এমপি

বিশেষ প্রতিনিধি: পুলিশ-জনতার সেতুবন্ধন হচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। তৃণমূলের মানুষ এখনো পুলিশের কাছে যেতে ভয় পায়। তাদের জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা। বর্তমানে পুলিশ জনগণের খুব কাছাকাছি গিয়ে তাদের সেবা দিচ্ছি। পুলিশের সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে গেছে। বর্তমান সরকার পুলিশকে অবাধে কাজ করার স্বাধীনতা দিয়েছে। তাদের ওপর কোনো রাজনৈতিক চাপ প্রয়োগ করছে না। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার জেলা পাবলিক হল মিলনায়তনে এসব কথা বলেছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র,শান্তি শংঙ্খলা সর্বত্র’ শ্লোগানে নেত্রকোণায় জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় শহরের কুড়পাড় এলাকার পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, মোহাম্মদ হারুন অর রশিদ, মোর্শেদা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র এ এস এম মহসিন আলম, সাবেক নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সায়েদুর রহমানসহ কমিউনিটি পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।