
স্টাফ রির্পোটার: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আদাজ আর সাধারণ সম্পাদক হিসেবে ইসলাম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। আনোয়ার হোসেন আগের কমিটির সাধারণ সম্পাদক আর ইসলাম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল বুধবার দুপুরে স্থানীয় অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনকি সম্পাদক শফিউল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান এমপি।
উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জেলা কমিটির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক তালুকদার, সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান, যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায় প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় সাংগঠনিক শফিউল আলম চৌধুরী নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এ দিকে, গত মঙ্গলবার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হলেও কমিটি ঘোষণা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত নয়টা পযন্ত কেন্দ্র ও জেলার নেতারা বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে বসে বৈঠক করলেও কমিটির বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় দুই ডজন প্রার্থী হয়েছেন। পরে বুধবার সন্ধ্যার পর জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতারা দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেন, জেলার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদারকে এবং হাজী শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ’