নেত্রকোণায় শেখ রাসেল দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, এনডিসি মো. মেহেদী হাসান, সদর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান মানিক প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।