নেত্রকোনায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী সজল জয়ী

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় জেলা পরিষদের শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট অসীত সরকার সজল আনারস প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বদ্ধি জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য আসমা সুলতানা আশরাফ পেয়েছেন ২১৯ ভোট।

এদিকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদরে বজলুর রশীদ, মদনে এসএম মনিরুল হাসান টিটু, আটপাড়ায় সানোয়ার উদ্দিন, পূর্বধলায় আফতাব উদ্দিন, দুর্গাপুরে সুরমী আক্তার সুমী, কেন্দুয়ায় মোস্তাফিজুর রহমান ভূইয়া বিপুল, বারহাট্টায় মো: লুৎফর রহমান চঞ্চল, মোহনগঞ্জে সোহেল রানা, খালিয়াজুরীতে মাহজার কিবরিয়া পরশ ও কলমাকান্দায় এসএম আলমগীর গোলাপ।

সংরক্ষিত নারী ১ (পূর্বধলা+দুর্গাপুর+কলমাকান্দা) শাহানাজ পারভীন, সংরক্ষিত নারী ২ (সদর+বারহাট্টা+আটপাড়া) শিল্পী আক্তার শিলা ও সংরক্ষিত নারী ৩ (মদন+ মোহনগঞ্জ+খালিয়াজুরী+কেন্দুয়া) ফরিদা ইয়াসমিন বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন ।

এ ছাড়া জেলার ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ১০ জন সদস্যের বিপরীতে ৪৩ জন সহ তিনজন নারী সদস্যের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নেত্রকোণার দশ উপজেলার ১০টি কেন্দ্রে ১২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রাথমিকভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।