জেলা পরিষদ নির্বাচন : নেত্রকোণায় জিতেছেন সাবেক স্বামী-স্ত্রী

স্টাফ রির্পোটার: রবিবার অনুষ্ঠিত নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মোঃ আফতাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে পূর্বধলা, দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে ঘটিত সংরক্ষিত মহিলা আসনে শাহনাজ পারভীন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তারা দুইজন হলেন সাবেক স্বামী-স্ত্রী। সাধারণ সদস্য পদে স্বামী মো. আফতাব উদ্দিনের প্রতীক অটোরিকশা, আর তার সাবেক স্ত্রী শাহনাজ পারভীনের প্রতীক হরিণ। অবশ্য সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেওয়া স্কুল শিক্ষক শাহনাজ পরভীন সংরক্ষিত নারী আসনে অংশ নিয়েছেন।
৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ আফতাব উদ্দিন (অটোরিক্সা) মার্কায় পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটত প্রতিদন্ধি শহীদুজ্জামান আকন্দ বৈদ্যুতিক প্রতীকে পাখা পেয়েছেন ৪১ ভোট। সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভীন হরিণ প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট। তার নিকতম প্রতিদন্ধি সেলিনা বেগম পেয়েছেন ১৩৭ ভোট।
এছাড়া ৩ নং ওয়ার্ড থেকে অ্যাডভোকেট মোশাররফ হোসেন (হাতি) ১ ভোট, কাজী মঈন উদ্দীন (টিউবওয়েল) ৮ ভোট, আবুল কালাম আজাদ (বক) ১ ভোট, মোঃ রফিকুল ইসলাম (ঘুড়ি) ২৬ ভোট, মো: মিরাশ উদ্দিন টিফিন (ক্যারিয়ার) ৩ ভোট, মোঃ শহিদুল ইসলাম (উটপাখি) ১ ভোট, শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ০০ ভোট, আতিকুর রহমান জনি (তালা) ১৬ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে সেলিনা বেগম বই প্রতীকে ১৩৭ ভোট, আসমা বেগ দোয়াত কলম প্রতীকে ১১ ভোট, কজলী হাউই মাইক প্রতীকে ৪২ ভোট, হাসিমা আক্তার খাতুন ফুটবল প্রতীকে ২৬ ভোট পেয়েছেন। সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত পূর্বধলা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ চলে। সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।