নেত্রকোণায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে এক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পরে আলোচনা সভা নেত্রকোণা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা, হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেওয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে আসছে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো ও সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করাই দিবসটির মুল লক্ষ ও উদ্দেশ্যে ।
এদিকে, করোনা পরিস্থিতিতে এ দিবসটির গুরুত্ব বেড়েছে। কারণ করোনা থেকে নিজেকে রক্ষায় বারবার হাত ধোয়া অত্যন্ত জরুরি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।