
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সুতারপুর মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ মিয়া এবং আবু সাঈদ পুকুরের ডুবে মৃত্যু গেলে এই ঘটনা ঘটে।
সুতারপুর মাদ্রাসার কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর মঙ্গলবার দুপুর থেকে আব্দুল্লাহ এবং আবু সাঈদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর সুতারপুর মাদ্রাসার বড় হুজুরের বাড়ির পুকুরে প্রথমে আব্দুল্লাহর লাশ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে এর আধঘণ্টা পর ওই পুকুর থেকে শিক্ষার্থী আব্দুল্লাহ ও আবু সাঈদের লাশ উদ্ধার করা হয়।
আটপাড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটির সুরত-হাল রির্পোট তৈরী করে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।