নেত্রকোণায় ৩ হাজার পিসের ইয়াবার চালানসহ মাইক্রোবাস আটক

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে দেয়া প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ। এর আগে মঙ্গলবার ভোরে নেত্রকোণার ঢাকা বাসট্যান্ড এলাকা থেকে ওই ইয়াবার চালান ও মাইক্রোবাসটি আটক করা হয়।

এসপি জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে নেত্রকোণায় ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। এ সংবাদের প্রেক্ষিতে সোমবার দিনশেষে গভীর রাত থেকেই নেত্রকোণার ডিবি ও মডেল থানা পুলিশ ওৎ পেতে ছিল ওই চালানটি জব্দ করতে। এক পর্যায়ে মঙ্গলবার ভোরে মাদক ব্যবসায়ি তিন জনের একটি দল মাইক্রোবাসে করে ইয়াবার চালানটি নিয়ে আসে নেত্রকোণা শহরের পারলা বাসট্যান্ড এলাকায়। তখন সেখানে পুলিশের দল পিরোজপুর-চ-১১-০০০১ নামের ওই মাইক্রোবাসটি আটক করে। এসময় মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ তল্লশি চালিয়ে মাইক্রোবাস চালকের পাশের আসনের নীচ থেকে পলিথিনে মোড়ানো ৩০০০ পিস ইয়াবা জব্দ করে। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এসপি আরো জানান, আটক ইয়াবা ও মাইক্রোবাসটিকে পুলিশ হেফাজতে রাখা হযেছে। এ ইয়াবা চালান সরবরাহকারীদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।