থানা ও হাজতখানা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে-ডিআইজি

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা শহরের গুরুত্বপূর্ণ ৬৪ টি স্থানে স্থাপনকৃত সিসি ক্যামেরার মনিটরিং সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর উদ্ধোধন করেন।
পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে চলমান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-নির্বিঘ্নে উদযাপনে সুশীল সমাজ ও সাংবাদিকগদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান। সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিকগণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, নেত্রকোণা জেলা সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা। বহুগুণী লোকের জন্মস্থান এই নেত্রকোণা জেলা। আবহমানকাল থেকে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।তিনি বলেন টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা, টেকসই নিরাপত্তার জন্য প্রয়োজন টেকসই পুলিশিং। বাংলাদেশ পুলিশ তা করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে থানা ও হাজতখানায় স্থাপিত সিসি ক্যামেরা জেলা “সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার” এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতপূর্বক তা যাচাই-বাছাই করে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের পিছনে উন্মাদের মতো না ছুটে তথ্যের সত্যতা যাচাই করতে হবে এবং একইসাথে সচেতনতা অবলম্বন করতে হবে। পুলিশ তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সব হারিয়ে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনকল্যাণে তাঁর স্বপ্নকে বাস্তবায়নে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। নেত্রকোণা জেলায় এটি আরো বেশি দৃশ্যমান। চলমান শারদীয় দুর্গোৎসব সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সুষ্ঠু- নির্বিঘ্নে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, ‘ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনায় নেত্রকোণা বাসীকে নিচ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনয়নের লক্ষ্যে প্রাথমিকভাবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত “সিসি ক্যামেরা মনিটরিং সেন্টার” থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে প্রতিটি পৌর শহর,প্রতিটি উপজেলা শহর ও মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি বলেন এ বছর জেলায় ৫২৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলা পুলিশের তৎপরতা ও অনুপ্রেরণায় মন্দির কমিটি কর্তৃক ইতোমধ্যে ৫০৯ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন জেলা পুলিশের এ উদ্যোগ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেত্রকোণা জেলা একধাপ এগিয়ে। পাশাপাশি চলমান শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু-নির্বিঘ্ন করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।