নেত্রকোণায় সম্মানিভাতা বৃদ্ধিসহ গুরুত্ব বাড়ানোর দাবি ইউপি মেম্বারদের

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে সম্মানি ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন মঙ্গলবার দুপুর জেলা শহরের মোক্তাপাড়া এলাকায় পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এসোসিয়েশনের জেলা শাখার আহ্বায়ক মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌরমেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান(ভিপি লিটন),এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হোসেন আলী মাস্টার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না প্রমূখ।

সম্মেলনে ইউপি সদস্যরা বক্তব্যে বলেন, বর্তমানে সবকিছুর দাম বেড়েছে। এর সাথে সমন্বয় করে আমাদের সম্মানি বাড়ানো দরকার। এছাড়া উপজেলা প্রশাসনের সভা, সেমিনার, আলোচনায় শুধু চেয়ারম্যান অংশগ্রহণ করেন। এসবে আমাদের ডাকা হয় না। ইউনিয়নের কোন প্রকল্পের বিষয়ে কোন আলোচনায় মেম্বারদের ডাকা হয়। ইউপি সদস্যরা সব ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে আছে। এসব কিছুতে তাদের অংশগ্রহন চান। এতে সদর উপজেলার ১১ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সহ ১৩২ জন ইউপি সদস্য অংশ নেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।