
মামুন রণবীর: সবুজ ধরিত্রী নির্মাণের অঙ্গীকারে কাজ করে চলছে জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে শুক্রবার এক কিলোমিটার রাস্তাজুড়ে বজ্রপাত প্রতিরোধী তাল গাছের বীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরের আদিবাসী অধ্যুষিত বিজয়পুরের পর্যটন এলাকার বর্ডার রাস্তার দু পাশে তালবীজ রোপণ করা হয়। কর্মসূচির আওতায় বিজয়পুরের সাদামাটি পর্যটন স্পটেও তালবীজ রোপিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী,স্থানীয় আদিবাসী, জনপ্রতিনিধি এবং কলেজ শিক্ষার্থীবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করে। তালবীজ রোপণ ছাড়াও এ কর্মসূচিতে ছিল সবুজায়নে মানুষকে উৎসাহিত করণ,উন্মুক্ত আলোচনা পর্ব ও সচেতনতা কার্যক্রম। তালবীজ রোপণ কার্যক্রমের শুভ সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। আয়োজনে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রভাষক জনপদ চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হক রিপন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, গণমাধ্যমকর্মী মামুন রণবীর, স্থানীয় আদিবাসী প্রতিনিধি প্রলয় হাজং, সাংবাদিক মো.নূর আলম,মো.রমজান আহমেদ সৌরভ ,অমিত দাস,মো.সারোয়ার আহমেদ,মেহরাব হোসেন আকাশ,মোশারফ হোসেন, সাদিকুল ইসলাম সহ অনেকে। আলোচনা পর্বে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের গুরুত্ব অনেক । বজ্রপাতরোধ সহ নানাবিধ উপকার আমরা এই তালগাছের মাধ্যমে পেয়ে থাকি। এ কার্যক্রম এ অঞ্চলে আরও ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা করি। কবি সজীম শাইন বলেন, সব গাছই উপকারি, তবে আমার কাছে তালগাছের গুরুত্ব অনেক বেশি । আমরা ছোটবেলায় এই তালগাছের ছড়া কেটেই বড় হয়েছি। তাছাড়া তালগাছের সাথে পাখির, বিশেষত বাবুই পাখির রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্কে । তালগাছ দিয়ে কী না হয় ঘরের ছাউনি থেকে পিঠাপুলি ,সবই আমরা এর মাধ্যমে পেয়ে থাকি। আজ তালগাছও নেই,পাখিও নেই,উপরন্তু বেড়ে চলেছে প্রাকৃতিক বিপর্যয় ও ভয়াবহ বজ্রপাত। তাই জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের এ কার্যক্রমে অব্যাহত থাকুক। গণমাধ্যমকর্মী মামুন রণবীর বলেন,জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন সবুজায়নে নিয়মিত যেসব কার্যক্রম করে যাচ্ছে সেটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে। তরুণরাই আগামীর পৃথিবীর কর্ণধার। তারাই সবুজ ধরিত্রী নির্মাণের পথিকৃৎ হতে পারে। আদিবাসী নেতা প্রলয় হাজং বলেন,আমাদের বিজয়পুরের বর্ডার রাস্তাটি নির্মাণ করা হয়েছে আজ প্রায় পাঁচ বছর। এ পর্যন্ত এখানে সরকারি বা বেসরকারি উদ্যোগে কোন বৃক্ষরোপণ করা হয়নি। আজ জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন যে দীর্ঘ ১ কিলোমিটার রাস্তাজুড়ে তালবীজ রোপণের কার্যক্রম হাতে নিয়েছে তা সত্যিই অনন্য , এটা কালের সাক্ষী হয়ে থাকবে। এতে করে এই এলাকা একটি ব্যতিক্রম তাল উদ্যান অঞ্চল হিসেবে পরিচিত হয়ে উঠবে এবং দিনদিন পর্যটক আগমনের সংখ্যা বাড়বে । সাংবাদিক নূর আলম বলেন,এটি অনেক বড় সামাজিক কর্মকাণ্ড। আমার বেশ ভাল লেগেছে। এ কার্যক্রম অব্যাহত থাকুক,এটিই প্রত্যাশা।